নিজস্ব সংবাদদাতাঃ ভারতে সামরিক ও প্রতিরক্ষা উৎপাদনের জন্য একটি বড় উৎসাহ হিসাবে, প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ৯৭ টি অতিরিক্ত তেজস বিমান এবং ১৫৬ টি প্রচণ্ড অ্যাটাক হেলিকপ্টার কেনার অনুমোদন দিয়েছে। দুটি বিমানই দেশীয়ভাবে তৈরি এবং এই চুক্তিগুলোর মূল্য প্রায় ১.১ লক্ষ কোটি টাকা।
/anm-bengali/media/media_files/g1K6kVvBFlL5xt1Bwg6I.jpg)
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছিলেন। তারপর থেকে সামরিক ক্ষেত্রে ক্রমে বিদেশি নির্ভরতা কমানোর প্রয়াস চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে সেনাবাহিনী।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)