নিজস্ব সংবাদদাতা: ফের ছত্তিশগড়ে মাওবাদী অভিযান। নিকেশ করা হল মাওবাদীকে। দক্ষিণ বস্তারের ডিআইজি কমলোচন কাশ্যপ, একটি সফল নকশাল বিরোধী অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। একটি এনকাউন্টার করা হয় এদিন। যেখানে নিরাপত্তা বাহিনী রেণুকা নামে একজন মহিলা নকশালকে নিষ্ক্রিয় করেছে বলেই জানা যাচ্ছে। রেণুকা দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির (DKSZC) সদস্য ছিল এবং নকশালদের মিডিয়া টিমের দায়িত্বে ছিল সে। তার মাথার জন্য ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল এবং তিনি ওয়ারাঙ্গল জেলার বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই এই অভিযান সফল হয়েছে বলেই মনে করছে নিরাপত্তা বাহিনী।
/anm-bengali/media/media_files/2025/03/31/PuaGqs7FPYMWZWwKkF8p.png)