‘এটি সংবিধান বিরোধী বিল’, দাবি সিপিআই সাংসদের

'আমরাও এই বিলের বিরোধিতা করি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
v80943

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল মাঝরাতে লোকসভায় পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। সেই সম্পর্কে সিপিআই সাংসদ পি সন্তোষ কুমার এদিন বলেন, “অন্যান্য ইন্ডিয়া জোট দলগুলির সাথে, আমরাও এই বিলের বিরোধিতা করি। এই সরকার এটিকে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে, এবং মুসলিম ও হিন্দুদের মধ্যে একটি সমস্যা তৈরি করার জন্য অশুভ প্রচেষ্টা চালিয়েছে। এটি একটি সংবিধান বিরোধী বিল”। 

ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬% 'পারস্পরিক শুল্ক' আরোপের বিষয়ে তিনি এদিন বলেন, “এটি ভারতের বাণিজ্য ও স্বার্থের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সর্বদা দাবি করেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ভালো বন্ধু। এখন কী হল?”