নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী বিলকে 'পুরোপুরি অসাংবিধানিক' বলে আখ্যা করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা বি. কে. হরিপ্রসাদ। তিনি বলেন, "সংসদের দুই কক্ষেই এই বিলটি পাশ হয়েছে শুধুমাত্র বিজেপির সংখ্যাগরিষ্ঠতার জোরে। এটি পুরোপুরি অসাংবিধানিক একটি বিল।"
/anm-bengali/media/media_files/2025/04/04/QT8EeVvSeCC1YqJDCgcB.jpeg)
এরপর তিনি দাবি করেন যে, ''কংগ্রেস এই বিলের বিরুদ্ধে আইনি লড়াই লড়বে।''