নিজস্ব সংবাদদাতাঃ কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন দেওয়া প্রসঙ্গে লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সভাপতি চিরাগ পাসওয়ান বলেন, "আমি ভারত সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। কর্পুরি ঠাকুরের জন্য ভারতরত্ন দেওয়া বিহারের মানুষের তথা গোটা দেশের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আজ প্রধানমন্ত্রী দেশবাসীর সেই দাবিকে সম্মান জানালেন।"