সঞ্জয় রাউতের বিরুদ্ধে মামলা দায়ের

এবার শিবসেনা নেতা সঞ্জয় রাউতের (উদ্ধব ঠাকরে) বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ আনলেন শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসাট (একনাথ শিন্ডে)। তিনি জানিয়েছেন, সঞ্জয় রাউতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

author-image
Aniket
New Update
sanjay Raut


নিজস্ব সংবাদদাতা: এবার শিবসেনা নেতা সঞ্জয় রাউতের (উদ্ধব ঠাকরে) বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ আনলেন শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসাট (একনাথ শিন্ডে)। তিনি জানিয়েছেন, সঞ্জয় রাউতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Sanjay shirsat big statement on ajit pawar says will bring directly to the  swearing ceremony rumors of joining bjp maharashtra politics latest news ppa

তিনি বলেন, "মহারাষ্ট্রে সঞ্জয় রাউত মিথ্যা খবর ছড়াচ্ছেন। খারঘরে যা ঘটেছে তা দুঃখজনক ঘটনা। সঞ্জয় রাউত যেভাবে বলছেন যে ৫০ জন মারা গিয়েছে, তার প্রমাণ দিতে হবে। এ নিয়ে তার রাজনীতি করা উচিত নয়। আমরা তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে মামলা করেছি। একটি কমিটি গঠন করা হয়েছে এবং শীঘ্রই তারা তাদের প্রতিবেদন জমা দেবে"।