নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিধানসভার ভোট গণনার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের মিল্কিপুর উপনির্বাচনের ভোটগণনা চলছে। এই আসন থেকে বড় আপডেট পাওয়া যাচ্ছে। মিল্কিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী, চন্দ্রভানু পাসওয়ান, প্রারম্ভিক প্রবণতা অনুসারে এগিয়ে রয়েছেন। তার ঠিক পেছনে রয়েছেন সমাজবাদী পার্টির অজিত প্রসাদ।
/anm-bengali/media/post_attachments/087275e0-9f7.png)