নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকারের তিন ভাষা নীতি নিয়ে উত্তাল হয়ে উঠেছে তামিলনাড়ু। এই প্রসঙ্গে তামিলনাড়ু বিজেপি সভাপতি কে আন্নামালাই বলেছেন, "২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর ধরে ডিএমকে কংগ্রেসের সাথে সরকারে ছিল, সেই সময়ও বাধ্যতামূলক তৃতীয় ভাষা ছিল হিন্দি। কিন্তু প্রথমবারের মতো তৃতীয় ভাষা আপনার পছন্দের হতে পারে, যেমন কন্নড়, তেলেগু, মালায়ালাম এবং প্রয়োজনে হিন্দিও। আমরা ৫ মার্চ ত্রিভাষা নীতির সমর্থনে একটি স্বাক্ষর অভিযান শুরু করেছি। বিজেপি গর্বের সাথে বলছে যে নতুন শিক্ষা নীতির সমর্থনে স্বাক্ষর অভিযানের ১৮ দিন পর, তামিলনাড়ুর ২৬ লক্ষ মানুষ স্বাক্ষর করেছেন। মে মাসের শেষ নাগাদ আমাদের ১ কোটি স্বাক্ষরের লক্ষ্য রয়েছে।"
/anm-bengali/media/media_files/4aF9A5zyOyHODKF3t52O.JPG)