মহা কুম্ভে এত নেতিবাচকতা...এ কি বলে দিলেন সকলের 'রাম' নামে খ্যাত সেই বিজেপি সাংসদ?

কে করলেন এই কটাক্ষ?

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp-flag-15216581

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:উত্তর প্রদেশের বিজেপি সাংসদ অরুণ গোভিল বলেছেন, "বিরোধীরা এনডিএ সরকারের করা ইতিবাচক কাজগুলিকে অস্বীকার করেছে... তারা নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার এবং সরকারের বিরুদ্ধে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে... মহা কুম্ভে যদি এত নেতিবাচকতা (বিরোধীদের দাবি) থাকত, তাহলে এত বিপুল সংখ্যক মানুষ সেখানে যেতেন না"।