নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকের হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে এবার কড়া সিদ্ধান্ত নিল বিজেপির হাই কমান্ড। আজ কর্নাটকের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াতনালকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা রক্ষা কমিটি জানিয়েছে, "দলীয় শৃঙ্খলা বারবার লঙ্ঘনের" কারণে কর্নাটকের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াতনালকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/rGnqy0eRrXu0AEI6Kqgo.jpg)
বিজেপির সেন্ট্রাল লিডারশিপের এই সিদ্ধান্ত কর্ণাটকের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ইয়াতনাল এর আগেও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা নিয়ে বিজেপির অস্বস্তি ক্রমশই বাড়ছিল।