জাতি, ধর্ম এবং ভাষার ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা! সমাজবাদী পার্টি এবং ইন্ডিয়া জোটকে একযোগে কটাক্ষ

কে করলেন এই কটাক্ষ?

author-image
Anusmita Bhattacharya
New Update
c

নিজস্ব সংবাদদাতা: বিহার বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল সমাজবাদী পার্টিকে করলেন কটাক্ষ। তিনি বলেছেন, "সমাজবাদী পার্টি এবং ইন্ডিয়া জোটের লোকেরা জাতি, ধর্ম এবং ভাষার ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা করছে। এই ধরনের নেতাদের লজ্জা পাওয়া উচিত। আমরা সবকা সাথ সবকা বিকাশ এবং শ্রেষ্ঠ ভারত চাই। ভারতের ১৪০ কোটি মানুষ আমাদের পরিবার এবং এটিই প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন। সমাজবাদী পার্টি অপরাধের জনক"।

Dilip Kumar Jaiswal renominated as Bihar BJP chief ahead of assembly  elections