নিজস্ব সংবাদদাতা: গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে 'ঝুমইর বিনন্দিনী' অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পরিবেশনা করছেন। আসাম সরকার আসাম চা শিল্পের ২০০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে রাজ্য জুড়ে চা বাগান অঞ্চলের ৮৬০০ শিল্পী ঝুমইর পরিবেশনা করছেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।