নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, "আজ আসামে যেভাবে সিএএ প্রয়োগ করা হচ্ছে তাতে আমাদের আপত্তি রয়েছে। আসামে এটি একটি বড় ইস্যু। আধার কার্ড না থাকায় রেশন পাচ্ছেন না আসামের মানুষ। আসামের অনেক হিন্দু বাঙালি এনআরসিতে নেই। তাদের প্রতি অবিচার করা হচ্ছে। তাদের সমস্যা সমাধানের পরিবর্তে বর্তমান বিজেপি সরকার সিএএ বাস্তবায়ন করতে চাইছে। হিমন্ত বিশ্ব শর্মা জানান, মাত্র ৮-৯ জন সিএএ-র জন্য আবেদন জমা দিয়েছেন। তাই ৮-৯ জনের জন্য আপনি পুরো অসম চুক্তি শেষ করে দিলেন। ৮-৯ জনের জন্য আপনি আসাম চুক্তির আওতায় প্রদত্ত সুরক্ষা শেষ করেছেন। সিএএ হিমন্ত বিশ্বশর্মার ঔদ্ধত্য এবং সর্বানন্দ সোনোয়ালের ব্যর্থতার প্রতিফলন ঘটায়। আগামী দিনে আসামের মানুষ এর জবাব দেবে।"
তিনি আরও বলেন, 'আসাম ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা ও ভাঙনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রধানমন্ত্রীর কাছে আমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেনের জন্য ১ লক্ষ কোটি টাকা থাকে, তাহলে আসামের বন্যা ও ভাঙনের জন্য আমরা ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ চাইব।"