নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নায়াক্কারপট্টি টুংস্টেন খনিজ ব্লকের নিলাম বাতিল করার ঘোষণা আসতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছে আরিথাপট্টি গ্রামের মানুষরা। সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়ে গ্রামবাসীরা মন্দিরে গিয়ে আতশবাজি ফাটিয়ে, মিষ্টি বিতরণ করে এবং একটি বিশেষ পূজা আয়োজন করে তাদের আনন্দ প্রকাশ করেছেন।
এই সিদ্ধান্তে গ্রামের মানুষদের মধ্যে এক ধরনের মুক্তির অনুভূতি তৈরি হয়েছে, কারণ তারা বিশ্বাস করেন, এর ফলে তাদের এলাকার পরিবেশ রক্ষা হবে এবং জীবিকা সংক্রান্ত সমস্যা কমে যাবে।