নিজস্ব সংবাদদাতা : বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বিহারের রাজনীতি। আর এর মধ্যেই এবার এনডিএ সরকারকে চরম আক্রমণ করলেন, উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই। তিনি বলেন, "বিহার ভারতকে তার প্রথম রাষ্ট্রপতি উপহার দিয়েছে। বিহারের মানুষ এখন অনেক সচেতন। এবার তারা নিজেদের অধিকার, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোট দেবে। এনডিএ সরকারকে এইবার বিদায় নিতেই হবে।"
/anm-bengali/media/media_files/p0zt2yeZCq1UEoJLWTil.jpg)
অজয় রাইয়ের এই মন্তব্যের পর যথেষ্ট সরগরম হয়ে ওঠে বিহারের রাজনীতি।