১৭ জন অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার ! ফের বড় সাফল্য পেল দিল্লি পুলিশ

দিল্লি থেকে অবৈধ বাংলাদেশি দূরীকরণের ক্ষেত্রে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
rohinga.jpg

নিজস্ব সংবাদদাতা : ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আজ প্রায় ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তদন্ত চলাকালীন তারা ভারতীয় নাগরিকত্বের কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

NOidapoliceuppolicePTI-170105803085016_9

এই বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, "এই ধৃতদের বিষয়ে আরও তদন্ত চলছে। তারা ভারতে কিভাবে প্রবেশ করলো আর তাদের উদ্দেশ্য কি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।"