নিজস্ব সংবাদদাতা : ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আজ প্রায় ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তদন্ত চলাকালীন তারা ভারতীয় নাগরিকত্বের কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/media_files/2024/12/05/oygLND9wghY9vkUfE5mp.webp)
এই বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, "এই ধৃতদের বিষয়ে আরও তদন্ত চলছে। তারা ভারতে কিভাবে প্রবেশ করলো আর তাদের উদ্দেশ্য কি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।"