নিজস্ব সংবাদদাতা: পাহাড় থেকে সমতল সর্বত্রই চোখ রাঙাচ্ছে ভারী বর্ষণ। গত ২ দিন অন্তত এমনটাই দেখছে রাজ্য। কেননা মৌসুমী অক্ষরেখার অবস্থানের জন্যেই এই বদল। আর তার জেরে ফের বিপদ ঘনাচ্ছে বাংলার বুকে।
যা জানা যাচ্ছে, আগামী তিন দিন মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে অবস্থান করছে। হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান মৌসুমী অক্ষরেখার। তার জেরে দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন ভারী বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে। যার ইতিমধ্যেই প্রমাণ মিলেছে। দক্ষিণ ২৪ পরগণায় আবহাওয়া বদলেছে পরশু থেকেই। আর গতকাল সারাদিনই কখনও ভারী তো কখনও মাঝারি বৃষ্টি হয়েছে এই জেলায়। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।