ঝেঁপে বৃষ্টি কলকাতায়— দুপুরের পর থেকেই শুরু হবে কালবৈশাখীর তাণ্ডব, কি বলছে আবহাওয়া দপ্তর? জানুন
ওয়াকফ ইস্যুতে রাজ্যপালের হস্তক্ষেপ, মাঠে নামছে মহিলা কমিশনও
চীনা জাহাজে ট্রাম্পের নয়া ফন্দি—ট্রাম্পের নয়া খেলায় কাঁপছে বিশ্ব বাণিজ্য
বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা— ইউএস-ইউরোপ সম্পর্কের ভবিষ্যৎ কি?
বিশ্ববিদ্যালয় চত্বরে রক্তপাত! একাধিক হতাহতের খবর— ফের শিরোনামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা
আজকের রাশিফল : মেষ-বৃষ-মিথুন-কর্কটের কেমন যাবে দিনটা? সহজ ভাষায় জানুন
একদিকে প্রশংসা আর সাফল্য, অন্যদিকে মনকেমন—শান্তির খোঁজে তিন রাশি আজ পথে
আবহাওয়ার চমক—দক্ষিণবঙ্গে বৃষ্টি আর উত্তরে ঝোড়ো হাওয়া, কমলা ও হলুদ সতর্কতা জারি
ছাতা নিয়ে বেরোন! আজ শহরে ১০০% বৃষ্টিপাতের সম্ভাবনা

শিল্পপতির নাতিকে 'অপহরণের' চেষ্টা বানচাল করল পুলিশ

ঘটনার তদন্ত মেনেছে পুলিশ। 

author-image
Adrita
New Update
ড

নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ: রানীগঞ্জের শিল্পপতির নাতিকে অপহরণের চেষ্টা হল বিফল। স্কুলে যাওয়ার সময় শিল্পপতির নাতিকে অপহরণ করার চেষ্টা করা হয়। যদিও স্থানীয় মানুষজন বিষয়টি লক্ষ্য করে এই অপহরণ রুখে দেয়। জানা গেছে আসানসোলের সেনভেন স্কুলের ৭ বছরের পড়ুয়া স্কুল মোড়ের বাড়ি থেকে নিজেদের গাড়িতে করেই স্কুলে যাচ্ছিল। সে সময়ই জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি  এলাকার বোগড়া মোড়ের কাছে তার গাড়িকে ঘিরে ধরে জনা সাতেক দুষ্কৃতি। 

 এই ঘটনার বিষয় লক্ষ্য করে স্থানীয়রা তাদের রুখে দিলে দুষ্কৃতীর দল এলাকা ছেড়ে চম্পট দেয়। মুহূর্তে ঘটা এই ঘটনাকে ঘিরে হতচকিত হয়ে গিয়েছে সকলে। তবে কি কারণে, কি উদ্দেশ্যে, এই অপহরণের ঘটনা তা নিয়ে চলছে জোর জল্পনা। এদিকে এই সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে ওই শিশু রানীগঞ্জের শিল্পপতি রামকুমার সাঁদরার নাতি, রেহান।

অন্যদিনের মতোই এদিনও নিজের গাড়িতে করেই স্কুলে যাচ্ছিল সে সময় ঘটে ঘটনা। পরে যদিও স্থানীয়দের হস্তক্ষেপেই দুষ্কৃত দল চম্পট দিলে ওই পড়ুয়াকে আবার স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। বেশ কিছুজনের দাবি অপহরণকারীরা রানিগঞ্জের মোড় থেকে তাদের ধাওয়া করছিল তবে কি কারণে ও কি উদ্দেশ্যে এ ধরনের ঘটনা তারা ঘটাতে চাইছিল তা নিয়েও উঠেছে প্রশ্ন ? ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত মেনেছে পুলিশ। 

v

স

স্ব

স