নিজস্ব সংবাদদাতা: ফের একবার অন্ধকারে মুখ ঢাকল সোশ্যাল প্ল্যাটফর্ম। একধারসে বন্ধ হয়ে গেল সমস্ত সোশ্যাল মাধ্যম। বন্ধ – এক্স হ্যান্ডেল, ইউটিউব, ফেসবুক, জিও, এয়ারটেল, স্ন্যাপচ্যাট সহ একাধিক মাল্টি টাস্কিং প্ল্যাটফর্ম। যার জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ। কার্যত লোডশেডিং নেমে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
/anm-bengali/media/media_files/prMtFxlcUKMgKgH87oXJ.png)
যা জানা যাচ্ছে, প্রথম সমস্যা দেখা দেয় গতকাল রাত ১টা ৪৪ মিনিটা নাগাদ। তবে সেই সময় প্রভাব অতোটা না পড়লেও দুপুর গড়াতেই ফের সমস্যা গুরুতর হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই উঠে আসছে সমস্যার কথা। তবে কেন সমস্যার সমাধান হচ্ছে না, তা বুঝতে পারছেন না কেউই।
/anm-bengali/media/post_banners/5EFzlLY3ggH9FKBEPwFx.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)