নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় এক দমকলকর্মী নিহত ও অপর দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ৩৩ বছর বয়সী ভিয়াচেস্লাভ গ্লাজুনভ নভোয়াইদার জেলায় ড্রোন পড়ে যাওয়া ড্রোনের আঘাতে আগুন নেভানোর সময় ড্রোনটির বিস্ফোরক বিস্ফোরিত হয়।
আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, ইউক্রেনের গোলাবর্ষণের পর রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের চেরেমোশনয়ে গ্রামে এক স্থানীয় কর্মকর্তা ও সাতজন আত্মরক্ষার স্বেচ্ছাসেবকসহ ১০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করার পর ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ ও কুরস্কসহ বেশ কয়েকটি রুশ অঞ্চল নিরাপত্তা বৃদ্ধি ও নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করতে তথাকথিত আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিট প্রতিষ্ঠা করে।