হঠাৎ দিল্লি ফিরছেন রাহুল, কি ঘটল এমন!

কিছুক্ষণের মধ্যেই বাগডোগড়া বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
12rahulG.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সবে আজই বঙ্গে পা রেখেছিলেন রাহুল গান্ধী। অথচ তাঁর মধ্যেই সিদ্ধান্তে অমোঘ পরিবর্তন। কোচবিহারের সফর মাঝপথে ছেড়েই দিল্লি ফিরছেন কংগ্রেস নেতা। তাঁর পদযাত্রার কর্মসূচী ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। তাঁর আগামী দু’দিনের কর্মসূচীও স্থগিত করা হয়েছে। কিন্তু হঠাৎ কি এমন ঘটল, যে রাহুল গান্ধী তড়িঘড়ি দিল্লি ফিরছেন?

যা জানা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বাগডোগড়া বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখান থেকে চাটার্ড বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন রাহুল। আগামীকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে তাঁর কিছু কর্মসূচী রয়েছে দিল্লিতে। এরপর ২৭ তারিখ দলের কিছু কর্মসূচী রয়েছে। আর তার পরের দিন অর্থাৎ ২৮ তারিখ ফের বঙ্গে ফিরে নিজের বাকি ন্যায় যাত্রা সম্পন্ন করবেন তিনি। তবে হঠাৎ কেন তাঁর সিদ্ধান্তে বদল ঘটল, সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। এখানে কি ইন্ডিয়া জোটের ইস্যুও যুক্ত রয়েছে? নাকি রয়েছে আরও কারণ। উত্তর মিলবে সঠিক সময়ই।

স্ব

স

স