নিজস্ব সংবাদদাতাঃ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের সাগর থেকে রবিবার একটি নৌকা থেকে ২৩০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। উদ্ধারকারীরা জানিয়েছেন, একই নৌকায় মোট ২৩১ জন আরোহী ছিলেন।
স্পেনের কোস্টগার্ডরা রয়টার্সকে জানিয়েছে, গ্রান ক্যানারিয়া দ্বীপের উপকূলে এই বছর একই নৌকা থেকে এটিই সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে উদ্ধার করা হয়েছে। গ্রান ক্যানারিয়ার প্রধান বন্দরের কাছে অভিবাসীদের দেখতে পেয়ে স্পেনের কোস্টগার্ডরা কাঠের নৌকাটি টেনে নিয়ে যায়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে ১৫ অক্টোবরের মধ্যে পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকায় করে বিপজ্জনক পথ পাড়ি দিয়েছে ৩২ হাজার ৮৭৮ জন অভিবাসী, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৭ শতাংশ বেশি।
ক্যানারি দ্বীপপুঞ্জের আটলান্টিক রুটে সাম্প্রতিক বছরগুলিতে অনিয়মিত অভিবাসনের দ্রুততম বৃদ্ধি দেখা গেছে, যদিও ইতালির দিকে মধ্য ভূমধ্যসাগরীয় রুটের তুলনায় সংখ্যাগুলি নীচে রয়েছে।