নিজস্ব সংবাদদাতা: মিথুন, কর্কট ও কন্যা রাশির আজকের ভাগ্য জানুন-
মিথুন রাশি- মিথুন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি খুবই ভালো এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ কাটবে। আজকের দিনটিতে মিথুন রাশির জাতক ও জাতিকাদের অর্থ প্রাপ্তির যোগ প্রবল। আজ মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য কিছু দামি উপহার প্রাপ্তির যোগ রয়েছে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। ঈশ্বরের ওপর ভরসা রেখে এগিয়ে চলুন।
/anm-bengali/media/media_files/eV7NuyrnBPb6q6nKrLK0.jpg)
কর্কট রাশি- কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ সাবধানে থাকতে হবে। রাস্তাঘাটে বিপদ হতে পারে, সাবধানে চলাফেরা করুন। ঈশ্বরের ওপর ভরসা রাখুন, তিনি সদা সর্বদা সকলের জন্য বিদ্যমান।
কন্যা রাশি: কন্যা রাশির আজ গতানুগতিক দিন যাবে। আজ এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বিবাহ পাকা হতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। খরচ হতে পারে দিনভর। ঈশ্বরের ওপর ভরসা রাখুন, তিনি আপনার সঙ্গে রয়েছেন।