ইরানের সঙ্গে দ্রুত পারমাণবিক চুক্তি করতে আগ্রহী আমেরিকা! কী বললেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
Trump


নিজস্ব সংবাদদাতা: পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা। শনিবার শুরু হওয়া এই বৈঠক আগামী সপ্তাহান্ত পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে শুরু হওয়া এই আলোচনা ঘিরে আন্তর্জাতিক মহলের কৌতূহল তুঙ্গে।

বৈঠকে ইরানের পক্ষে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনা শেষে ইরানি মন্ত্রী জানান, "আমেরিকা দ্রুত চুক্তি সম্পন্ন করতে আগ্রহী হলেও, তা সহজে সম্ভব নয়। দুই পক্ষের সদিচ্ছা এবং পারস্পরিক সম্মান ছাড়া কোনও স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে আমরা আলোচনার গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছি।"

Iran

বৈঠকের আগেই ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন থেকে না সরে, তাহলে তার ফল ভয়াবহ হবে। হোয়াইট হাউসের তরফেও জানানো হয়েছে, আলোচনাটি ছিল "গঠনমূলক ও আশাব্যঞ্জক"।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমার মনে হচ্ছে ওরা সঠিক দিকেই এগোচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছু বলা কঠিন।”

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প চান কূটনৈতিক পথেই সমস্যা সমাধান হোক। তবে বিকল্প পথও খোলা রয়েছে। তাঁর কথায়, “ইরানকে এখন বেছে নিতে হবে তারা কী চায়—কূটনৈতিক সমাধান, নাকি সংঘর্ষের পথ।”