নিজস্ব সংবাদদাতা: রবিবার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত মৃত্যুপুরীতে পরিণত হল ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর সুমি। ইউক্রেন সরকারের অভিযোগ, রাশিয়া শহরটিতে ব্যালেস্টিক মিসাইল হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন শিশু রয়েছে।
স্থানীয় সময় অনুযায়ী দুপুরবেলা, যখন সুমির রাস্তায় জনসমাগম ছিল তুঙ্গে, ঠিক তখনই আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ফলে বহু বাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরে যে ভিডিও ও ছবি সামনে এসেছে, তাতে রাস্তায় ছড়িয়ে থাকা মৃতদেহ এবং উদ্ধারকাজ চালাতে থাকা স্থানীয় বাসিন্দাদের করুণ চিত্র ধরা পড়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/25/Pck8EkyEn6Uon1SYtG1G.jpg)
এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে আশার আলো দেখা যাচ্ছিল। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই প্রসঙ্গে আলোচনায় বসেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে পুতিনের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা প্রশ্ন তুলে দেয়—শান্তি প্রক্রিয়ার প্রতি রাশিয়ার দায়বদ্ধতা কতটা সত্যিকারের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “মানবতার বিরুদ্ধে অপরাধ” বলে উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।