নিজস্ব সংবাদদাতা : কোলাঘাটে নাবালিকা যৌন-নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। এই ঘটনার পর নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। আজ দুপুরে সরাসরি নির্যাতিতার বাড়িতে পৌঁছান কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। তিনি নির্যাতিতার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন। পরে সাংবাদিকদের তিনি জানান, "আমরা দেখে যতটা বুঝতে পেরেছি, মেয়েটির এখন বিশ্রামের প্রয়োজন। ও যেন সঠিক আইনি সাহায্য ও সরকারি সুযোগ-সুবিধা পায়, তা আমরা নিশ্চিত করব।"
তিনি আরও জানান, তাঁরা কোলাঘাট থানায় যাবেন এবং নিরাপত্তা-সহ সমস্ত দিক খতিয়ে দেখে নির্যাতিতার পরিবার যেন সবরকম সহায়তা পায়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। এই ঘটনায় কমিশনের তৎপরতায় স্বস্তি পেয়েছে নির্যাতিতার পরিবার। এখন সকলের দাবি, দোষীদের দ্রুত শাস্তি এবং নির্যাতিতার নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা হোক।