দেখতে দেখতে ৭৩ পূরণ আইআইটি খড়গপুরের

৭৩তম বর্ষে পদার্পণ করল আইআইটি খড়গপুর। সেই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2023-08-19 at 07.33.37.jpeg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দেশ তার স্বাধীনতার ৭৭তম বছরে পদার্পণ করল। আর এরই সাথে সাথে, IIT খড়গপুরও ৭৩তম বর্ষে পদার্পণ করল। গত ১৮ই অগস্ট তারা ৭৩তম বর্ষে পদার্পণ করেছে। আর ওই দিন সেই উপলক্ষ্যেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আইআইটি খড়গপুরে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপিএস স্বামীনারায়ণ গবেষণা ইনস্টিটিউটের প্রধান মহামহোপাধ্যায় ভদ্রেশদাস স্বামী। এছাড়াও ছিলেন শ্রী দুর্গা শঙ্কর মিশ্র, আইএএস, মুখ্য সচিব, উত্তরপ্রদেশ সরকার এবং ডাঃ পি অরুণ, ডিরেক্টর, টাটা মেডিকেল সেন্টার।

এদিন প্রধান ভবনে জাতীয় পতাকা ও ইনস্টিটিউটের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। চেয়ার প্রফেসর অ্যাওয়ার্ডস, গীতিন্দ্র শরণ সান্যাল ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, ইয়াং অ্যালমনি অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস, স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এবং ২৫ বছরের চাকরি সম্পন্ন করা প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মানিত করা হয় এদিন।

WhatsApp Image 2023-08-19 at 07.33.37 (1).jpeg

উদ্ভাবন, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, সম্প্রদায় কল্যাণ, নেতৃত্ব, উদ্যোক্তা, সামাজিক প্রভাব, জাতি গঠন, জাতীয় স্বার্থ এবং পেশাদার কৃতিত্বে শ্রেষ্ঠত্বের জন্য IIT খড়গপুরের ২৬ জন তরুণ প্রাক্তন ছাত্রকে ইয়াং অ্যালমনি অ্যাচিভার অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে।

মোট ৫টি ফ্যাকাল্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, একটি ইনস্টিটিউট চেয়ার প্রফেসর অ্যাওয়ার্ডস সহ ৩২টি স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস প্রদান করা হয় এদিন। প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন ২৫ বছরের সেবার জন্য মোট ২৫ জনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রাক্তনী-বর্তমান উভয় পড়ুয়ারাই উপস্থিত ছিলেন।