৩০ শতাংশ বাজার দখল করে এগিয়ে ওলা! বাজাজ অটো, টিভিএস মোটরের সঙ্গে জোরদার প্রতিযোগিতা
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
আলো এলেও শান্তি এলো না! অন্ডালে বিদ্যুৎ সংযোগের ছয় বছর পর এল বিশাল বিল
একাধিকবার দেওয়ানি বিতর্কে ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে উত্তরপ্রদেশ পুলিশ
হাড়হিম করা ঘটনা! উত্তরাখন্ডে পোড়া গাড়ি থেকে উদ্ধার মহিলার কঙ্কাল!
জলপাইগুড়িতে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা! আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
নারী নির্যাতনের ঘটনায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর কুমন্তব্য, তীব্র প্রতিবাদ বিজেপির
লিসবনে গার্ড অফ অনার সম্মান পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নাবালিকা মেয়ের ধর্ষণের অভিযোগে,থানা ঘেরাও অগ্নিমিত্রার !

তবে কি এবার IIT, ISRO নামেও বদল হবে?

অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, IIT, IIM, এই সবের মধ্যে 'ইন্ডিয়া' শব্দটি রয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
iit-assam-2000x1125.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’, আর তাতে তোলপাড় রাজ্য-রাজনীতি। গতকাল কেন্দ্রের তরফ থেকে হঠাৎ বদলে দেওয়া হয় ‘ইন্ডিয়া’ শব্দটি। জি২০-র আমন্ত্রণ পত্রে রাষ্ট্রপতিকে সম্বোধন করা হয় ‘প্রেসিডেন্ট অফ ভারত’ হিসেবে। আর তারপরই বিরোধীতার ঝড় ওঠে দেশ জুড়ে। এদিন সেই ‘ভারত’-এরই ব্যাখ্যা দিলেন CPI(M) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

তিনি এদিন বলেন, “সংবিধানের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ইন্ডিয়া যা ভারত হিসেবেও পরিচিত তা রাজ্যগুলির একটি ইউনিয়ন'... এটি অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন... IIT , IIM, এই সবের মধ্যে ইন্ডিয়া শব্দটি রয়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রপতির সাথে ‘রিপাবলিক অফ ইন্ডিয়া’ যুক্ত হয়। এটিকে 'ভারত' করার পিছনে একাধিক উদ্দেশ্য রয়েছে। ইন্ডিয়া জোটের নাম নিয়ে বিরোধী দল ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলি বেশ কিছুদিন ধরেই এই প্রতিবাদ করছিলেন। বিভিন্ন ভাবে বলছিলেন ‘ইন্ডিয়া’ নাম বাতিল করতে। কিন্তু সেটা না হওয়ায় বিজেপি এতোটাই ক্ষুব্ধ যে এবার দেশের নামের ক্ষেত্রেই ইন্ডিয়া বাদ দিয়ে দিচ্ছে। নিয়ে ‘ভারত’ করার সিদ্ধান্ত নিচ্ছেন তারা। তাহলে কি এবার বিরোধী জোটরা 'ভারত' নামে কোনও সংক্ষিপ্ত রূপ তৈরি করবে?"