নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরেই চারিদিকে চলছে নাকা চেকিং। কিন্তু সেই নাকা চেকিং-এর আড়ালে তরমুজ ভর্তি পিকআপ ভ্যানের ভেতরেই কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো পুলিশ। পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পিকআপ ভ্যানে থাকা তরমুজ গাড়িকে আটক করে। তারপর পিকআপ ভ্যানে থাকা তরমুজ গাড়ির অভিযুক্ত গাড়ি চালককে আটক করে তারা। এই বিষয়ে এগরা থানার এসডিপিও দেবীদয়াল কুন্ডু জানিয়েছেন, গাঁজা পাচার হচ্ছিল পিকআপ ভ্যানে করে। সেই ভ্যান থেকে ৫১টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে।
মোট এক কুইন্টাল দুই কিলো গাজা উদ্ধার করা হয়েছে। তার মূল্য প্রায় আনুমানিক নগদ কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। পুলিশ জানিয়েছে, গাড়িটি এসেছিলো প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরের এগরার দিকে। তবে সোলপাট্ট- এগরা রাজ্য সড়কের দোঁবাধি বাজারেই গাড়িটিকে আটকানো হয়। তারপরে পুলিশি তদন্ত করে গাড়ির ভেতর থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে এগরা থানার পুলিশ। এরপর ঘটনাস্থলে এসে উপস্থিত হন এগরা থানার এসডিও মণজিৎ কুমার যাদব। তিনি বিষয়টি পুরোপুরিভাবে খতিয়ে দেখেন।