নিজস্ব সংবাদদাতাঃ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং নেশা মুক্ত ভারত অভিযান নীতি অনুসারে, দিল্লি পুলিশ এবং গুজরাট পুলিশ রবিবার একটি যৌথ অভিযান চালিয়ে ৫,০০০ কোটি টাকা মূল্যের ৫১৮ কেজি কোকেন বাজেয়াপ্ত করেছে।
জানা গিয়েছে, গুজরাটের আঙ্কলেশ্বরে অবকার ড্রাগস লিমিটেড কোম্পানিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কোকেন।
এর আগে ১ অক্টোবর দিল্লি পুলিশের স্পেশাল সেল মহিপালপুরে তুষার গোয়েল নামে এক ব্যক্তির গুদামে অভিযান চালিয়ে ৫৬২ কেজি কোকেন ও ৪০ কেজি হাইড্রোপনিক গাঁজার একটি চালান বাজেয়াপ্ত করে।
তদন্তে নেমে গত ১০ অক্টোবর দিল্লির রমেশ নগরের একটি দোকান থেকে ২০৮ কিলোগ্রাম অতিরিক্ত কোকেন উদ্ধার হয়।
তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওষুধটি ফার্মা সলিউশন সার্ভিসেস নামে একটি সংস্থার এবং সেটি এসেছিল গুজরাটের আঙ্কলেশ্বরের অবকার ড্রাগস লিমিটেড কোম্পানির।