দেশকে বিভ্রান্ত করছে ইন্ডি জোট!

ইন্ডি জোট ও কেজরিওয়ালকে সমাজমাধ্যমে তীব্র আক্রমণ করলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
jpnaddasd3.jpg

নিজস্ব সংবাদদাতা: বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা টুইট করেছেন, "কেজরিওয়াল এবং সমগ্র ইন্ডি জোট নির্বাচনে তাদের ব্যর্থতা বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের লক্ষ্য দেশকে বিভ্রান্ত করা এবং বিচলিত করা।

india alli jp nadda.jpg

মোদিজি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সকল মানুষের অপার আশীর্বাদ পাচ্ছেন।

jpnaddaa.jpg

প্রধানমন্ত্রীর সামনে বলার মতো বিরোধীদের কোনও নীতি বা কোনও কর্মসূচি নেই। মোদিজি আমাদের নেতা এবং তিনি ভবিষ্যতেও আমাদের নেতৃত্ব দেবেন।"