অ্যাপ ক্যাবে পা রাখতেই কুদৃষ্টি, তারপর যা ঘটল…

মহালয়ার দিন রাতে অ্যাপ ক্যাবে মহিলা যাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Cab_1697208682374_1697208682663.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহালয়ার দিন, মাতৃপক্ষের শুরু! অথচ তারপরও লজ্জিত নারী, শিহরিত মহিলা যাত্রী! ফের একবার প্রশ্ন উঠে গেল অ্যাপ ক্যাবে যাত্রী নিরাপত্ততা ব্যবস্থা নিয়ে।

যা জানা যাচ্ছে, মহালয়ার দিন রাতে অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবী যাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন। লেক গার্ডেন্স থেকে ক্যাবে ওঠেন মহিলা আইনজীবী। গন্তব্য ছিল নাগেরবাজার। মহিলা যাত্রীর সাথে ছিলেন তাঁর পরিচারিকাও। ক্যাবে উঠতেই মহিলা দেখেন ক্যাবের এসি বন্ধ। তিনি চালককে এসি চালাতে বলেন। অভিযোগ প্রথমবার চালক না শুনলেও দ্বিতীয়বার ফের বলায় চালক তাঁকে কুপ্রস্তাব দেন।

পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে ওই মহিলা তৎক্ষণাৎ চলন্ত ক্যাবের দরজা খুলে দেন। এমনই  অবস্থা, সেই মহিলার কথায়, তিনি তখন নিজের সম্মান বাঁচাতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ারও কথা ভাবেন। একই সাথে হান্ড্রেড ডায়েলে কল করেন। তখন ঐ অভিযুক্ত অ্যাপ চালক তড়িঘড়ি গাড়ি সাইড করিয়ে মহিলাকে বলপূর্বক গাড়িতে ঢোকানোর চেষ্টা করেন। তবে শেষ মুহুর্তে পুলিশদের আসতে দেখে, ওই আক্রান্ত মহিলা এবং পরিচারিকা ঐখানে রেখেই গাড়ি নিয়ে চম্পট দেয়। ওই মহিলা পরে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। তবে ঘটনার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও ঐ চালক এখনও পলাতক। এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে রীতিমতো ফের প্রশ্নের মুখে এসে দাঁড়াল মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা।  

hiren