ব্রেকিংঃ ভয়াবহ গোলাবর্ষণ রাশিয়ার-শেষ ৭ ইউক্রেনীয়! ধবংস সব

ইউক্রেনে ফের রুশ হামলার ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
কন্ম

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে মস্কোর সেনাদের অগ্রগতির সময় চাসিভ ইয়ার শহরে রুশ গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়।

আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাসখিন জানান, নিহতরা ২৪ থেকে ৩৮ বছর বয়সী। একটি বহুতল ভবন ও একটি ব্যক্তিগত বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি শেষ অবশিষ্ট বাসিন্দাদের ফ্রন্ট-লাইন শহর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন, যেখানে যুদ্ধ-পূর্ব জনসংখ্যা ছিল ১২ হাজার।

ফিলাসখিন বলেছে, "দুই বছরেরও বেশি সময় ধরে চাসিভ ইয়ারে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হবেন না, সরিয়ে নিন। এছাড়া, খারকিভ অঞ্চলে রুশ গোলাবর্ষণে আরও দু'জন নিহত হয়েছেন। গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, চেরকাস্কা লোজোভা গ্রামের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।