পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়ালো সরকার! কতটা দাম বাড়লো তরল সোনার?
শস্য বীমার দাবিতে কৃষকদের আন্দোলন! পথ অবরোধ বিক্ষোভ কৃষকদের
‘ডাক্তারের ডিগ্রি জাল প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’: রাজেন্দ্র শুক্লা
৩০ শতাংশ বাজার দখল করে এগিয়ে ওলা! বাজাজ অটো, টিভিএস মোটরের সঙ্গে জোরদার প্রতিযোগিতা
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
আলো এলেও শান্তি এলো না! অন্ডালে বিদ্যুৎ সংযোগের ছয় বছর পর এল বিশাল বিল
একাধিকবার দেওয়ানি বিতর্কে ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে উত্তরপ্রদেশ পুলিশ
হাড়হিম করা ঘটনা! উত্তরাখন্ডে পোড়া গাড়ি থেকে উদ্ধার মহিলার কঙ্কাল!
জলপাইগুড়িতে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা! আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

রাস্তার ধারে রাখা ড্রাম ড্রাম বোমা, একটু অসাবধান আর চরম সর্বনাশ

রাস্তার ধারের জঙ্গল থেকে উদ্ধার ড্রাম ড্রাম ভর্তি বোমা। এদিন সকালে প্রায় তিনটি ড্রাম সেখানে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তারাই খবর দেন সিউড়ি থানার পুলিশকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (72) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রাম। পঞ্চায়েত ভোটের সময়ও এই আলুন্দা পঞ্চায়েতের নাম শোনা গিয়েছিল। আর এবার ফের খবরের শিরোনামে।

রাস্তার ধারের জঙ্গল থেকে উদ্ধার ড্রাম ড্রাম ভর্তি বোমা। যা জানা যাচ্ছে, এদিন সকালে প্রায় তিনটি ড্রাম সেখানে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তারাই প্রথম বোমাগুলি দেখতে পান। এরপর খবর দেন সিউড়ি থানার পুলিশকে।

যা জানা যাচ্ছে, পঞ্চায়েত ভোটের সময় সন্ত্রাস ছড়াতেই মজুত করা হয়েছিল বোমাগুলি। কিন্তু পুলিশি নিরাপত্তা জোরদার থাকায় তা আর করা হয়নি। আর এবার বোমাগুলি সরিয়ে দিতেই কেউ বা কারা বোমাগুলিকে জঙ্গলে রেখে গিয়েছিল। আপাতত, বোম্ব স্কোয়াডকে খবর দিয়েছে সিউড়ি থানার পুলিশ। বোম্ব স্কোয়াডের কর্মীরা এসেই ড্রাম ভর্তি বোমাগুলি অন্যত্র ফাঁকা স্থানে সরিয়ে নিয়ে যাবে।