পৃথিবীর কোন ঘেঁষে বেরিয়ে গেল চরম বিপদ! একটু এদিক ওদিক হলেই ধ্বংস হত পৃথিবী?

সম্প্রতি পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে দুটি গ্রহাণু। এর আগে নাসা পর্যবেক্ষণ করে বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ছিল। তবে এখন নিরাপদ পৃথিবী।

author-image
Jaita Chowdhury
New Update
Aesteroid Alert

বেশিরভাগ সময়েই দেখা যায়, প্রায় প্রতিদিন কোন না কোন গ্রহাণু কিন্তু পৃথিবীর চারপাশে দিয়ে চলে যাচ্ছে। আর এদিন ফের দুটি বিশাল আকারের পাথর পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। যা পর্যবেক্ষণ করেছিল মার্কিন মহাকাশ সংস্থা নাসা। পর্যবেক্ষণ করা হয় ক্যালিফোর্নিয়া-ভিত্তিক জেট প্রপালশন ল্যাব (জেপিএল) থেকে। 

 

খবর মিলছে, এদিন ভোরে এই দুটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করেছে। আর সেই এই গ্রহাণুগুলির নাম ছিল 2024 YW9 এবং 2024 PT5, আর এই গ্রহানুগুলির জন্য যার জন্য নাসাও সতর্কতা জারি করেছিল। এখন যেহেতু তারা পৃথিবী অতিক্রম করেছে ও এগিয়ে গেছে। তাই এই সতর্কবার্তা তুলে দেওয়া হয়েছে। কারণ আমাদের পৃথিবী এখন নিরাপদ। 

 

গ্রহাণুটির আকার এবং গতি কত

 

এদিকে, TOI-এর একটি প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, গ্রহাণু 2024 YW9 এর ব্যাস প্রায় ৬০ ফুট আর এটির আকার ছিল একটি বাড়ির মত। আর এটি ঘণ্টায় ২৮১৬৫ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। ৯ জানুয়ারী, ২০২৫ তারিখে ভোর ৪:১০ মিনিট নাগাদ পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করে।