নিজস্ব প্রতিবেদন : বাইরে বেরোলে ছাতা, ঘরে পাখা, কিছুদিন আগে পর্যন্ত এটাই ছিল পাহাড়ের ছবি। তীব্র গরমে পুড়ছিল দার্জিলিং কালিংপংয়ের পাহাড়ি এলাকা। বুধবার থেকে হাওয়া বদল। উত্তরবঙ্গে শুরু হয় দফায় দফায় বৃষ্টি। তীব্র গরমের পর টানা বৃষ্টিতে জল জমে গিয়েছে দার্জিলিংয়ের রাস্তায়। ঘামে ভেজার পর এবার বৃষ্টিতে ভিজছে দার্জিলিং।
কালিংপংয়েও দফায় দফায় চলছে ভারী বৃষ্টি। বৃষ্টির জেরে ধ্বস নেমেছে লেবং কার্ট রোড ও সিংমারির কাছে। ব্যাহত হয় যান চলাচল। ১০ নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ বাংলা সিকিম লাইফ লাইন এই রুটে প্রথমে ধ্বস নামে বেল্লী তে। এরপর আরো সংলগ্ন কয়েকটি এলাকায় ধ্বস নামায় বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরেও বুধবার থেকে একনগরে বৃষ্টি চলতে থাকে। শিলিগুড়ির নকশালবাড়িতে বুধবার থেকে টানা বৃষ্টিতে কোমর সমান জল জমে যায়। স্থানীয়রা জানান, ওই এলাকার জল নিকাশি ব্যবস্থা একদমই ভালো না। একটু বৃষ্টি হলেই জল জমে যায়, কিন্তু সেই জল নামতে সময় লেগে যায় দীর্ঘদিন। জলপাইগুড়ির ধুপগুড়ি সহ ডুয়ার্সেও দফায় দফায় বৃষ্টি।