নিজস্ব সংবাদদাতা: সিনেপাড়ায় গুঞ্জন, এবার বড় বাজেটের দক্ষিণী ছবিতে দেখা মিলবে ভাইরাল মোনালিসার (Virao Monalisa)। আল্লু অর্জুনের (Allu Arjun) নয়া ছবি 'পুষ্পা ৩'-এ (Pushpa 3) দেখা যাবে তাঁদের। তবে গুঞ্জনে শিলমোহর দেয়নি লাজুক মেয়েটি। সদ্য সমাজমাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে মোনালিসার একটি ভিডিও। একেবারে নয়া অবতারে দেখা মিলেছে তাঁর। পার্লারে গিয়ে চুল সোজা করছে মেয়েটি।
ভাইরাল অন্য একটি ভিডিওতে তিনি জানিয়েছেন, একেবারেই ভিড়ভাট্টা পছন্দ করেন না মোনালিসা। তাই লোক তাঁকে দেখে ভিড় করলে খানিক অস্বস্তি হয় তাঁর। এসবের চক্করে রীতিমতো জলাঞ্জলি দিয়েছে ব্যবসা। ব্যবসা করেই পেট চালাতে চান তিনি।
উল্লেখ্য, মামাতো বোনের সঙ্গে থাকেন মোনালিসা। পড়াশোনা করেননি। কিন্তু সেই জন্য কোনও আক্ষেপও নেই তাঁর। সিনেমা করা নিয়ে আপাতত মুখে কুলুপ সুন্দরীর।