নিজস্ব সংবাদদাতা: আজ দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। রঙের উৎসবে মাতোয়ারা ৮ থেকে ৮০ সকলে। প্রত্যেকের মুখ আজ বিভিন্ন রঙে রাঙা। কিন্তু সবার মাঝে একজনের মনে রঙ লেগেছে, সেই রঙ ভালোবাসার রঙ। আর এবার সেই কথা সবার সামনে বলে দিলেন সেই বিশেষ ব্যক্তি।
কথা হচ্ছে বলিউড সুপারস্টার আমির খানের। অবশেষে তার নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করলেন। তিনি জানালেন, গৌরী স্প্র্যাটের সঙ্গে তিনি দেড় বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে আছেন। শুক্রবার এক অনুষ্ঠানে আমির গৌরীকে প্রথমবারের মতো মিডিয়ার সামনে আনেন।
মিঃ পারফেকশনিস্ট এই প্রসঙ্গে বলেন, “আমি ভেবেছিলাম এটা সবার জন্য তার সাথে দেখা করার একটা ভালো সুযোগ হবে। তাছাড়া আমাদের লুকিয়ে থাকতে হবে না। গত রাতে সে শাহরুখ খান ও সলমান খানের সঙ্গেও দেখা করেছে”। আর এরপরই অকপটে নিজের সম্পর্কের কথা সবার সামনে প্রকাশ করেন অভিনেতা।
/anm-bengali/media/media_files/2025/03/14/SkvnCtmiGXXAyLaAk8m6.webp)
আমির জানান, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরু থেকে এসেছেন, এবং আমিরের সঙ্গে তার পরিচয় প্রায় ২৫ বছর আগে। তবে দেড় বছর আগে তারা আবার যোগাযোগে আসেন। মুম্বইয়ে এক আকস্মিক সাক্ষাতের পর থেকেই তাদের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়।
এই প্রসঙ্গে গৌরীর কি বক্তব্য?
গৌরী স্প্র্যাট, এদিন স্বাভাবিক ভাবেই বলেন, তিনি ভদ্র ও বুদ্ধিমান একজন জীবনসঙ্গী খুঁজছিলেন এবং আমিরকে পেয়ে তিনি খুশি। বর্তমানে, গৌরী আমিরের প্রোডাকশন হাউসের সঙ্গেই কাজ করছেন। হোলির দিনে এই খবর স্বাভাবিক ভাবেই বিটাউনে আলোচনার ঝড় তুলে দিয়েছে।