নিজস্ব সংবাদদাতা: বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তার ৬০তম জন্মদিনের আগে ভক্তদের চমকে দিলেন। বৃহস্পতিবার, মুম্বইয়ের এক অনুষ্ঠানে তিনি তার বান্ধবী গৌরী স্প্র্যাটকে মিডিয়ার সামনে আনেন এবং তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন।
শুধু পরিচয়ই নয়, আমির গৌরী সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন। তিনি জানান, দেড় বছর ধরে তারা সম্পর্কে আছেন এবং এখন গৌরী তার প্রোডাকশন হাউসেও কাজ করছেন।
এখন স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন উঠতে পারে কে এই গৌরী স্প্র্যাট?
/anm-bengali/media/media_files/2025/03/14/SkvnCtmiGXXAyLaAk8m6.webp)
বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট, সেখানেই তার বেড়ে ওঠা। তিনি বেঙ্গালুরুর ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। ২০০৪ সালে, লন্ডনের আর্টস ইউনিভার্সিটি থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি কোর্স সম্পন্ন করেন তিনি। বর্তমানে, তিনি মুম্বইতে বিবিলান্ট সেলুন পরিচালনা করছেন। গৌরী একজন সিঙ্গেল মাদার, তার ছয় বছরের একটি সন্তান রয়েছে।
আমির ও গৌরীর পরিচয় ২৫ বছর আগের হলেও, তারা ১৮ মাস আগে ডেটিং শুরু করেন। বেঙ্গালুরুতে থাকার কারণে গৌরী প্রথমদিকে মিডিয়ার নজর এড়িয়ে ছিলেন। আমির মাঝে মাঝে বেঙ্গালুরু গিয়ে তার সাথে দেখা করতেন। মুম্বইয়ে আসার পরেও তাদের সম্পর্ক গোপন থাকায় অনেকেই বিষয়টি আঁচ করতে পারেননি। আর এদিন আমির নিজে বিষয়টি খোলসা করাই প্রত্যেকে বিষয়টি জানতে পারেন।