নিজস্ব সংবাদদাতা: আচমকাই সামাজিক মাধ্যমে উধাও হয়ে গিয়েছেন কবীর সুমন ৷ যে পেজে তিনি সক্রিয় থাকতেন সেই ফেসবুকে আর সঙ্গীতশিল্পী-সুরকারকে খুঁজে পাচ্ছেন না অনুরাগীরা ৷ অথচ 'কবীর সুমন' নামে একাধিক প্রোফাইল নেটপাড়ায় ৷ কোনটা আসল-কোনটা নকল ধন্দে নেটিজেনরা ৷ পেজ হ্যাক নাকি ? খোলাসা করলেন 'গানওয়ালা' ৷
কখনও তীক্ষ্ণ-তুখোড় কথা, কখনও আবার সামাজিক মাধ্যমে গানের সুরে ভেলা ভাসিয়েছেন গানওয়ালা কবীর সুমন ৷ সমাজ থেকে রাজনীতি, নিজের মতামত ভিডিয়ো বা লেখায় গুছিয়ে ফেসবুকে পোস্ট করতেন কবিয়াল ৷ কিন্তু বিগত বেশ কিছু সময় ধরে কবীর সুমনের ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না ৷
তার বদলে নজরে আসছে শিল্পীর নামে আরও দুটো সোশাল হ্যান্ডেল যার কোনওটাই নিয়মিত ব্যবহার হয় না, তা পোস্ট দেখে স্পষ্ট ৷ এরমধ্যে একটা পেজের প্রোফাইলে যেমন লেখা 'ঢাকা-বাংলাদেশ' অন্যটায় লেখা শুধু 'মিউজিশিয়ান' ৷ ফলে যে সকল অনুরাগীরা শিল্পীকে অনুসরণ করেন, তাঁদের কাছে বিষয়টা স্পষ্ট নয় ৷