নিজস্ব সংবাদদাতাঃ ডিএলএড কোর্সে ভর্তি হতে চান ? তাহলে আপনার জন্য সুখবর। করছে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভর্তির জন্য আবেদনকারীকে উচ্চমাধ্যমিক স্তরে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্যদের ক্ষেত্রে ন্যূনতম প্রাপ্ত নম্বর হতে হবে ৪৫%।
/anm-bengali/media/post_attachments/28187c51bc790fd4e013ad1dc7bccaae9907db1beacc23a64fe9af7e068dc812.jpeg)
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ মে ২০২৪ সালের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য ১৬ই মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/91f8b1fc7699e6613f6f247ecef9e583e51e909d9aca139715f45f476a0785f8.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)