সপ্তমী রাতে পুজো মণ্ডপে ভাঙচুর, সদস্যদের মারধর! ঘটলো এমনই ঘটনা -

সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে পুজো মণ্ডপে ভাঙচুরের পাশাপাশি পুজো কমিটির সদস্যদের মারধরের অভিযোগ। অভিযোগের আঙুল তুফানগঞ্জ-২ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী চৈতি বড়ুয়ার ছেলে তথা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি নিহার বড়ুয়ার বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরা।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই তৃণমূল নেতা। শুক্রবার এই নিয়ে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি এলাকায়।

123

জানা গিয়েছে, টাকোয়ামারি এলাকায় দীর্ঘদিন ধরেই পুজো করে আসছেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি নিহার বড়ুয়া। দ্বন্দ্বের জেরে বছর দুয়েক ধরে আলাদা পূজো করে আসছেন গ্রামবাসীরা। দুই পুজো কমিটির মধ্যে বিবাদ ছিল তুঙ্গে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা নিহার বড়ুয়ার নেতৃত্বে মদ্যপ অবস্থায় ওই পূজা মণ্ডপে ভাঙচুরের পাশাপাশি সদস্য বিপুল বর্মন এবং সিভিক ভলেন্টিয়ার রুলিয়ার হোসেনকে কিল, ঘুষি মারা হয়। 

সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে টাকোয়ামারি - কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দুই পুজো কমিটির মধ্যে সংঘর্ষও বেঁধে যায়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।

Adddd