বাতিল হল চুক্তি! চিন্তায় পড়ল দেশ

ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি বাতিল করল রাজ্য । এই ঘোষণার বেশ উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেনীয় প্রশাসন ।

author-image
New Update
ইউক্রেন

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের   মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, রাশিয়া কার্যকরভাবে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি বন্ধ করে দিয়েছে। গত বছর রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দরগুলো অবরুদ্ধ করা হয়েছিল, তবে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে এই শস্য চুক্তি স্বাক্ষরিত হয়।  তবে রাশিয়া আচমকাই এই শস্য চুক্তি  বন্ধ করে দেওয়ায় বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ইউক্রেনীয় প্রশাসনকে।