ইচ্ছেকৃত কেউ তার খুলেছিল সিসি ক্যামেরার! ট্যাংরার হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী পরিবারের বাড়িতে মোট আটটি সিসি ক্যামেরা রয়েছে। সদর দরজা থেকে ছাদের সিঁড়ি, সিসি ক্যামেরার মোড়া গোটা বাড়ি। ঘটনার দিন সবকটি সিসি ক্যামেরার প্লাগ খোলা ছিল।

author-image
Jaita Chowdhury
New Update
tangra

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ট্যাংরার (Tangra News) একই পরিবারের তিন মহিলা খুন। হাড়হিম করা হত্যাকান্ডে নেপথ্যে মোটিভ কী? রহস্যের জট খুলছে ধীরে ধীরে। তদন্ত করছে কলকাতা পুলিশ। শুক্রবার ট্যাংরার চিত্তনিবাসে যান ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। সেখান থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী পরিবারের বাড়িতে মোট আটটি সিসি ক্যামেরা রয়েছে। সদর দরজা থেকে ছাদের সিঁড়ি, সিসি ক্যামেরার মোড়া গোটা বাড়ি। তবে ঘটনার দিন সবকটি সিসি ক্যামেরার প্লাগ খোলা ছিল। ফলে ভিডিও গায়েব হার্ডডিস্ক থেকে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন তদন্তকারী দল। 

Hooghly Murder
ফাইল চিত্র

 অপরদিকে, দুই ভাইয়ের বয়ানেও মিলেছে একাধিক অসঙ্গতি। ঘনীভূত হচ্ছে রহস্যের ঝট। পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছিলেন রাত ১২.৫৮ মিনিটে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিল দুই ভাই। আপাতত আশপাশের সিসি ক্যামেরার ফুটেজের উপরে নির্ভর করছেন তদন্তকারীরা।

 বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা নয়। টেংরা একই পরিবারের তিন মহিলাকে খুন করা হয়েছে। কে করেছে এই খুন? উনি একজন না একাধিক ব্যক্তি? বাড়ির পুরুষদের মধ্যে কেউ জড়িত নয় তো? আত্মহত্যা তত্ব কি শুধুই বিভ্রান্তি? আত্মহত্যাই যখন উদ্দেশ্য,  তখন পরিবারের তিন সদস্য শেষ মুহূর্তে কেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন?