নিজস্ব সংবাদদাতা: খেরসনের পর বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় ৪টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। এই হামলার জেরে জাপোরিঝিয়ায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিপন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবাও। জাপোরিঝিয়ার তরফে জানানো হয়েছে এই হামলার জেরে ১০জন আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাপোরিঝিয়ায় শুরু হয়েছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই প্রশাসনের তরফে জাপোরিঝিয়ার সকল বাসিন্দাদের নিজ নিজ বাসস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, খেরসনে রুশ বাহিনীর ভয়াবহ গোলাবর্ষণের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩জন । এই ঘটনার জেরে আজ থেকে শনিবার পর্যন্ত কালো দিবস পালন করবে ইউক্রেনের প্রশাসন । এরই মাঝে জাপোরিঝিয়ায় রুশ বাহিনির হামলার জেরে বেশ চিন্তায় পড়তে হচ্ছে ইউক্রেনীয় প্রশাসনকে ।