নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ক্ষুব্ধ কলকাতার জল জমে যাওয়ার অভিযোগে। এই নিয়ে তিনি সরাসরি বলেছেন যে সরকারি সিস্টেম নাকি খারাপ। তাঁর এই বক্তব্যের পরেই ক্ষুব্ধ মেয়র পারিষদ তারক সিং। তিনি এতটাই অসন্তুষ্ট হয়েছেন যে আগামীকালই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এএনএম নিউজ কথা বলেছে মেয়র এবং মেয়র পারিষদ দুজনের সঙ্গেই।
মেয়র পারিষদ তারক সিং বলেছেন যে ১২টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত বৈঠক করার যখন পর টক টু মেয়র- এ ফিরহাদ হাকিম জল জমার সমস্যার কথা তুলে ধরলেন কঠোর ভাষায় তখন তারক সিং মনে করেন যে তাঁর বিরুদ্ধেই অনাস্থা দেখালেন মেয়র। এদিকে মেয়র ফিরহাদ হাকিম এএনএম নিউজের সঙ্গে এক্সক্লুসিভ ফোনালাপে জানান যে তিনি তারক সিংকে নিয়ে কিছুই বলেননি। তিনি শুধু জল জমার সমস্যার কথা তুলে ধরেছেন।