ছাত্র আন্দোলনের রোষে গুরুতর জখম ব্রাত্য বসু, কেমন আছেন শিক্ষামন্ত্রী?

শুক্রবার ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাম ও অতিবাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে গেলে এসএসকেএম হাসপাতালে পৌঁছেন মন্ত্রী।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
fwf

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: যাদবপুরে (Jadavpur University) ছাত্র সংসদের নির্বানের দাবিকে কেন্দ্র করে সংঘাত চরমে। শুক্রবার ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে ধরে বাম ও অতিবাম ছাত্র সংগঠনের বিক্ষোভের করে। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। ভাঙা গাড়ির কাঁচ বুকে এসে বিঁধে যায় শিক্ষামন্ত্রীর। পাশাপাশি, শিক্ষামন্ত্রীর গাড়ির তলাত পিষ্ট হন দুই ছাত্র। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে গেলে গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 

বুকে কাঁচ বিঁধে রক্তপাতের পাশাপাশি শরীরের একাধিক স্থানে আঘাত পেয়েছেন ব্রাত্য বসু। থাই মাসেলে রয়েছে গুরুতর চোট। ডান দিকের ঘাড়ের মাসেলেও রয়েছে আঘাত। ডানদিকের ঘাড়েও রয়েছে আঘাতের চিহ্ন। ট্রমা কেয়ার ইউনিটে শিক্ষামন্ত্রীর চিকিৎসা চলছে তাঁর। 

ঘটনা প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “একটু ভাল আছি। প্রাথমিক চিকিৎসা করালাম। এক্স-রে করা হয়েছে। আমি সামনের সারিতে বসে থাকায় কাঁচের টুকরো লেগেছে। বিক্ষোভকারীরা ইট এবং ঘুষি মেরে গাড়ির কাচ ভেঙেছে। পেছন থেকে টানাটানি করার সময় আঘাত পাই, তাই এক্স-রে করা হয়েছে।”