বৈষ্ণবনগরে লরির ধাক্কায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর

জানা গিয়েছে, মৃত ৩ জনই মোথাবাড়ির বাসিন্দা। একজন বন্ধু কেরলের পরিযায়ী শ্রমিক। ইদ উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন তাঁরা। তারপরই ঘটে দুর্ঘটনা।

author-image
Jaita Chowdhury
New Update
Accident

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আনন্দ বদলে গেল বিষাদে। ভিনরাজ্য থেকে আসা বন্ধুকে নিয়ে ফেরার সময় দুর্ঘটনা। মালদার (Malda) বৈষ্ণবনগরে লরির ধাক্কায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর। রবিবার সকালে ১৮ মাইলের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। মৃত ৩ জনই মোথাবাড়ির বাসিন্দা। এক বন্ধু কেরলে পরিযায়ী শ্রমিক। ইদ উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন। ফরাক্কা স্টেশনে বন্ধুকে আনতে যান দুই তরুণ। ফেরার পথে, বৈষ্ণবনগরে তাঁদের বাইকের পিছনে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পলাতক  লরির চালক।

Accident