নিজস্ব সংবাদদাতা : পয়লা বৈশাখকে (Poila Boisakh) কেন্দ্র করে বাঙালির উন্মাদনার শেষ নেই। কিন্তু জানেন কি, এর উৎপত্তি সম্পর্কে? বাংলা ক্যালেন্ডার (Bengali Calender) আবিষ্কার হয়েছিল বলেই না দিনটি এসেছিল! বাংলা বছরের শুরুয়াদের নেপথ্যে রয়েছে এক ইতিহাস। ইতিহাস ঘাঁটলে জানা যায়, সৌর পঞ্জি অনুসারে বাংলা মাসের হিসেব রাখা হত প্রাচীন কাল থেকে। তখন থেকেই আসাম (Assam), তামিল নাড়ু (Tamil Nadu), ত্রিপুরা (Tripura), বঙ্গ (Bongo), পাঞ্জাব (Punjab) প্রভৃতি সংস্কৃতিতে বছরের প্রথম দিন উদযাপনের রীতি ছিলো। জানা যায়, বাংলা পঞ্জিকার উদ্ভাবক ধরা হয় আসলে ৭ম শতকের রাজা শশাঙ্ককে (King Sashanka)। পরবর্তীতে সম্রাট আকবর (King Akbar) সেটিকে পরিবর্তিত করেন খাজনা ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল “তারিখ-এ-এলাহী” আর ঐ পঞ্জিকায় মাসগুলো আর্বাদিন, কার্দিন, বিসুয়া, তীর এমন নামে। তবে ঠিক কখন যে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। ধারণা করা হয় যে, বাংলা বারো মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে। যেমন- বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জায়ীস্থা থেকে জৈষ্ঠ্য, শার থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ এমন করেই বাংলায় নক্ষত্রের নামে মাসের নামকরণ হয়। আর বৈশাখের শুরুই হল নববর্ষ।