নিজস্ব সংবাদদাতা : নববর্ষের সকালে ব্যবসায়ীরা লক্ষ্মী-গণেশের পুজো দিয়ে দিন শুরু করে থাকেন। এছাড়াও বিশেষ দিনটিতে পুজো পাঠের আয়োজন করা হয়ে থাকে ঘরে ধরে। শাস্ত্র মতে, গণেশের পুজো দিয়েই যে কোনো পুজোর শুরু হয়। কারণ সিদ্ধিদাতা গণেশকে সঙ্কটমোচন বলা হয় ।তাই সিদ্ধিলাভ করতে আপনিও বছরের প্রথম দিন মাতুন গণেশ আরাধনায়। সিদ্ধিদাতা গণেশ হলেন সৌভাগ্যের দেবতা। সিদ্ধিদাতা গণেশের আর্শীবাদে সংসারে শ্রীবৃদ্ধি ফেরে। গণেশ পুজোর সময় ৫ বার উচ্চারণ করুন 'ওম নম হরম্ব মহামোদিত মম সঙ্কটান নিবারয় স্বহা' মন্ত্রটি। গণেশকে তুষ্ট করতে নিবেদন করুন লাড্ডু।গণেশ মূর্তি অবশ্যই লাল শালুর উপর বসিয়ে পুজো করুন। আর গণেশকে সবসময়েই সাদা ফুল দিয়ে পুজো করবেন।